Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি আগষ্ট টু অক্টোবর/২০২৪ সেশনে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি আগষ্ট টু অক্টোবর/২০২৪ সেশনে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ এ নিম্নে বর্ণিত কোর্স সমূহে সরকারি খরচে শুধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, হতদরিদ্র সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধিদের কর্মসংস্থানের লক্ষ্যে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের মোতাবেকব ৩ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী আগষ্ট টু অক্টোবর/২০২৪ খ্রি: সেশনে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহব্বান করা যাচ্ছে।


ভর্তি সংক্রান্ত তথ্যাদি: 

ভর্তি ফরম ও সংগ্রহ ও জমা ০১/০৭/২০২৪ খ্রি: হতে ২৪/০৭/২০২৪ খ্রি পর্যন্ত  আবেদনের সাথে যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে
ভর্তির জমা প্রার্থীর বাছাইয়ের তারিখ ২৫/০৭/২০২৪ খ্রি: 
  1. জাতীয় পরিচপত্র/জন্মসনদের ডিজিটাল সত্যায়িত অনুলিপি। 
  2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি। 
  3. সকল শিক্ষগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি। 
  4. আবেদন পত্রে অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে। 
  5. বৈদেশিক চাকুরীর প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি দিতে হবে। 
  6. পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের কপি (ওয়ার্ড নং/ ইউনিয়নের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। 

ফলাফল প্রকাশ  ২৮/০৭/২০২৪ খ্রি: 
ভর্তি শুরু  এবং শেষ তারিখ ২৯/০৭/২০২৪ খ্রি: হতে ৩০/০৭/২০২৪ খ্রি: পর্যন্ত 
অপেক্ষমান তালিকা হতে ভর্তি  ৩১/০৭/২০২৪ খ্রি: 
প্রশিক্ষন ক্লাশ  শুরু ০১/০৮/২০২৪ খ্রি: 


সুযোগ সুবিধা ও শর্তসমূহ
  1. নিয়মিত উপস্থিতি ভিত্তিতে প্রতিমাসে ১৫০০/- টাকা (পুরুষ), এবং ২০০০/- টাকা (নারী, প্রতিবন্ধী, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
  2. দৈনিক ৮০/- টাকা হারে মাসিক সবোর্চ্চ ১৭৬০/- টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
  3. হতদরিদ্র, মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, বেকার যুবক-যুবতীর ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। 
  4. ক্লাসে শত ভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে ও প্রত্যহ ৬ ঘন্টা ক্লাস করতে হবে। 
  5. যে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। 
  6. NSDA/BTEB এর আওতায় NTVQF Level-2 Assessment এ আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে। 

ভর্তির তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭১১-৭৮২৬৮৫

০১৯২২-২৩১০৮১ (কম্পিউটার)

০১৭৪১-৪৫১৪৭২ (ইলেকট্রিক্যাল)

০১৯৫৪-০৮৭৪৭২ (গার্মেন্টস্)

০১৬৪১-৪৭৯৬৩৫ (মোটর ড্রাইভিং)

অফিসিয়াল সোস্যাল মিডিয়া Facebook Page ভিজিট করতে: TTC Munshiganj ক্লিক করুন। 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
25/06/2024
আর্কাইভ তারিখ
31/08/2024

ভিডিও এবং ম্যাপ