কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ সদর
লোহারপুল বাজার, বড় কেওয়ার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ।
PDO কি ?
PDO হলো প্রাক বর্হিগমন ওরিয়েন্টেশন কোর্স নামক ৩ দিনের একটি কোর্স।
প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ, আধা দক্ষ, অদক্ষ মানুষ অর্থ উপার্জনের জন্য চাকরির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। তাদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর নির্দেশনা মোতাবেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ সদরে পিডিও কোর্স পরিচালিত হয়।
ক. অভিবাসী/বিদেশগামী কর্মীদের বিদেশে কাজে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে তাদের অভিবাসন প্রক্রিয়া, দেশের প্রচলিত আইন, প্রয়োজনীয় নীতিমালা এবং বিদেশের চাকুরী বিধি সম্পর্কে পূর্ণ ধারণা পায়ওার জন্য এই কোর্স করবে।
খ. বিদেশে চাকরি প্রত্যাশীরা তাদের গন্তব্য দেশের চাকরি,সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কে পূর্ব ধারনা পাবে।
গ. তাছাড়া নানাবিধ সংক্রামক রোগ এবং তৎসংক্রান্ত চলমান নীতিমালা ও প্রক্রিয়া সর্ম্পকে পরিস্কার ধারণা পাওয়া যায়।
০১.পাসপোর্টের ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি
০২.ভিসার ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি
০৩. নিজের ব্যাংক একাউন্টের প্রমানপত্র (যেমন-চেক বইয়ের উপরের পাতা/
চেক পাতা/জমা স্লিপ এর ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি।
০৪.পরিবারের যেকোন একজনের ব্যাংক একাউন্টের প্রমানপত্র (যেমন-চেক বইয়ের উপরের পাতা/ চেক পাতা/জমা স্লিপ এর ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি।
০৫. বিএমইটি রেজিস্ট্রেশন এর কপি। (বিএমইটি রেজিস্ট্রেশন এর জন্য ১০৫ নং
কক্ষ হতে ২০০/- বিকাশ করে এবং বিএমইটি রেজিস্ট্রেশন এর কপি সংগ্রহ
করুন )
পিডিও সেশন এবং রুটিন:
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ সদর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর নির্দেশনা মোতাবেক প্রতি সপ্তাহে দুইটি করে ব্যাচ করা হয় । নিম্নে তার বিবরণ প্রদান করা হলো :
সাপ্তাহিক ব্যাচ -০১ | সাপ্তাহিক ব্যাচ-০২ | ||||
শনিবার | রবিবার | সোমবার | মঙ্গলবার | বুধবার | বৃহস্পতিবার |
সকাল ৯:০০মি. থেকে বিকাল ৫:০০মি পর্যন্ত | সকাল ৯:০০মি. থেকে বিকাল ৫:০০মি পর্যন্ত |
প্রশিক্ষণ সেবা:
BMET আবেদনের নিয়মাবলী:
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর নির্দেশনা বর্হিগমন প্রবাসীদের BMET রেজিষ্ট্রেশন খুব সহজ করে দিয়েছেন চাইলেই আপনি ঘরে বসেই BMET রেজিষ্ট্রেশন করতে পারেন।
নিম্নে আবেদন করার নিয়মাবলী সংযু্ক্ত করা হলো:
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস