Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ASSET শর্ট কোর্স ভর্তি ফরম

ASSET শর্ট কোর্স ভর্তি ফরম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ এ নিম্নে বর্ণিত কোর্স সমূহে সরকারি খরচে শুধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা, ‍অনগ্রসর, হতদরিদ্র  সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধিদের কর্মসংস্থানের লক্ষ্যে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহব্বান করা যাচ্ছে।

কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন সুইং মেশিন অপারেশন
এন্ড মেইনটেন্যান্স

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন
এন্ড মেইনটেন্যান্স

মোটর ড্রাইভিং উইথ
বেসিক মেইনটেন্যান্স


আবেদনের সাথে যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে

  • (ক) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ডিজিটাল সত্যায়িত অনুলিপি।
  • (খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি  কপি।
  • (গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি।
  • (ঘ) আবেদন পত্রে অবশ্যই মোবাইল নাম্বার থাকতে হবে।
  • (ঙ) বৈদেশিক চাকুরীর প্রার্থীদের পাসপোর্টের ফপোকপি দিতে হবে।
  • (চ) পৌর মেয়র /ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের কপি ( ওয়ার্ড নং /ইউনিয়নের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে।


 সুযোগ সুবিধা ও শর্তসমুহ  

  • নিয়মিত উপস্থিতি ভিত্তিতে প্রতিমাসে ১৫০০/- টাকা (পুরুষএবং ২০০০/- টাকা (নারীপ্রতিবন্ধী  ক্ষুদ্র নৃ-গোষ্ঠিহারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
  • দৈনিক ১০০/- টাকা হারে মাসিক সর্বোচ্চ ২২০০/- টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
  • হতদরিদ্রমুক্তিযোদ্ধার সন্তানক্ষুদ্র নৃ-গোষ্ঠিবেকার যুবক-যুবতীর ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
  • ক্লাশে শত ভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে ও প্রত্যহ ৬ ঘন্টা ক্লাশ করতে হবে।
  • যে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র –ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।
  • NSDA এর আওতায় BSQF Level- Assessment  আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।
  • নিয়োমিত কোর্স সম্পূর্ন্ন প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: 0179-437 9127

  • 01922-231081 (কম্পিউটার)
  • 0172-3377439 (গ্রাফিক্স ডিজাইন)
  • 01741451472 (ইলেকট্রিক্যাল)
  • 01954-087466 (গার্মেন্টস)
  • 01641-479635 (মোটর ড্রাইভিং)

[ বি: দ্র: অবশ্যই Online Download Copy পূরন করে প্রশিক্ষণ শাখা হতে সীল ও ফরম নম্বর দিয়ে  জমা প্রদান এবং প্রবেশপত্র সংগ্রহ করুন ] 

ভিডিও এবং ম্যাপ