ASSET শর্ট কোর্স ভর্তি ফরম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ এ নিম্নে বর্ণিত কোর্স সমূহে সরকারি খরচে শুধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, হতদরিদ্র সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধিদের কর্মসংস্থানের লক্ষ্যে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহব্বান করা যাচ্ছে।
কম্পিউটার অপারেশন | গ্রাফিক্স ডিজাইন | সুইং মেশিন অপারেশন এন্ড মেইনটেন্যান্স |
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স |
মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স |
আবেদনের সাথে যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে
সুযোগ সুবিধা ও শর্তসমুহ
ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: 0179-437 9127
[ বি: দ্র: অবশ্যই Online Download Copy পূরন করে প্রশিক্ষণ শাখা হতে সীল ও ফরম নম্বর দিয়ে জমা প্রদান এবং প্রবেশপত্র সংগ্রহ করুন ]
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস