প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসঙস্থান মন্্রণালয়ের জনশক্তি কর্মসঙস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ এ নিম্নে বর্ণিত কোর্স সমূহে সরকারি খরচে শুধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, হতদরিদ্র সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধিদের কর্মসংস্থানের লক্ষ্যে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের মোতাবেকব ৩ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী আগষ্ট টু অক্টোবর/২০২৪ খ্রি: সেশনে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহব্বান করা যাচ্ছে।
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS